মাওলানা মাসউদ আজহারকে ‘শয়তানের শিষ্য’ বলে মন্তব্য করলেন আসাদউদ্দিন ওয়াইসি

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি পুলওয়ামা হামলার বিষয়ে বলেন, “জঈশ-ই-মুহাম্মদ” নামের যে সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে সে সংগঠন কখনওই “জঈশ-ই-মুহাম্মদ” বা “মুহাম্মদের অনুসারী দল” হতে পারে না বরং এরা হল “জঈশ-ই-শয়তান” বা “শয়তানের অনুসারী”। এমনকি তিনি “জঈশ-ই-মুহাম্মদ” সংগঠনের প্রধান মাওলানা মাসউদ আযহারকে উদ্দিশ্য করে বলেন, “মাসুদ আযহার কোন মাওলানা নয় বরং শয়তানের শিষ্য”।

কেবল জঈশ-ই-মুহাম্মদ নয় তিনি লস্করে তৈয়্যবা সংগঠনকেও “লস্করে শয়তান” সংগঠন বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, জঈশে মুহাম্মাদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের অনুসারীরা কখনও কোন মানুষকে হত্যা করতে পারে না বরং তারা মানবতার উপর দয়া করে। পুলওয়ামায় যে চল্লিশজন মানুষকে হত্যা করা হয়েছে তা কোন “শয়তানের অনুসারীদের” পক্ষেই সম্ভব__মুহাম্মদের অনুসারীদের পক্ষে নয়।

সম্প্রতি সময়ে গত ২৭ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ইস্যূতে “এআইএমআইএম” এর প্রেসিডেন্ট ওয়াইসি হায়দারাবাদে তার এক পাবলিক বক্তব্যে এসব কথা বলেন। তিনি জঈশ-ই-মুহাম্মদ দল এবং দলের প্রধানের উপর প্রচন্ড ক্ষোভ ঝেড়ে “এ দল শয়তানের দল, ইবলিশের দল, দলের প্রধান শয়তানের শিষ্য এবং এরা মানবতার শত্রু” বলাসহ আরো অনেক মন্তব্য করেন। সাথে সাথে তিনি আইনের অনেক ধারা বর্ণনা করে পাকিস্তানের হাতে আটক ভারতের পাইলটকে কেন ফেরৎ দেয়া উচিত পাকিস্তানকে উদ্দেশ্য করে সে কথাও বলেন।

পুলওয়ামা হামলা নিয়ে হায়দারাবাদের এক প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন

পুলওয়ামা হামলার দায় সম্পূর্ণ পাকিস্তানকে নিতে হবে মন্তব্য করে তিনি বলেন, এ হামলা পাকিস্তানের পরিকল্পনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা “আইএসআই”এর প্রত্যক্ষ সাহায্যে হয়েছে। তাই এ হামলার সকল দায় পাকিস্তানকে নিতে হবে এবং পাকিস্তানকে এর উপযুক্ত জবাব দিতে হবে।

পুলওয়ামা হামলা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘একহাত’ দিয়ে তিনি বলেন; “টিভি ক্যামেরার সামনে নিজেকে নির্দোষ দেখানোর চেষ্টা বন্ধ করুন, ভারত সরকারকে উদ্দেশ্য করে কোন বার্তাও আপনার দিতে হবে না, আপনি এ হামলা শুরু করেছেন। এটাই (পুলওয়ামা হামলা) প্রথম হামলা নয় এর আগে পাঠানকোট, উড়িতেও হামলা হয়েছে এখন এসে পুলওয়ামা হামলা হল”। তিনি ইমরান খানকে উদ্দেশ্য করে আরো বলেন, “আমি আপনাকে ভারতের পক্ষ থেকে বলছি, আপনি আপনার চেহারা থেকে নির্দোষ হওয়ার মুখোশ খুলে ফেলুন, এসব উগ্রবাদী হামলা বন্ধ করুন”।দ

আসাদউদ্দিন ওয়াইসি হায়দারাবাদসহ ভারতের একশ্রেনীর মুসলমানদের কাছে রাজনৈতিক হিসেবে প্রচন্ড জনপ্রিয় এবং ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কঠোর সমালোচক। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দিশ্য করে কঠোর কথা বলার বিষয়ে বেশ চর্চিত ব্যক্তি। মিডিয়াতেও তিনি এসব কথাবার্তার কারণে বেশ আলোচিত থাকেন। সাথে সাথে তিনি কড়া ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য বেশ সমালোচিত ভারতে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর হায়দারাবাদে এক পাবলিক মিটিংয়ে মোদিকে “কুত্তে কি বাচ্চে” (কুকুরের *চ্চা) বলে সমালোচিত হয়েছিলেন। তবে “পুলওয়ামা হামলা” ইস্যূতে এসে ওয়াইসি নরেন্দ্র মোদির তথা ভারত সরকারের পক্ষে আছেন বলেও পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন। তিনি ভারতের পক্ষ থেকে পাকিস্তানের উপর যে কোন পাল্টা হামলার বিষয়েও একমত পোষণ করেন বলে জানান। ভারতীয় মিডিয়া তার এই অবস্থানকে “দেশ প্রশ্নে কোন আপোষ নেই” বলে অভিহিত করেছে।

মন্তব্য করুন