

ইসলামের মৌলিক বিধান ও ইসলামের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের সৌন্দর্য প্রকাশে এবং অমুসলিমদের ইসলামের প্রতি আগ্রহী করে তুলতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরে একটি মুসলিম সংগঠন শহরের বিভিন্ন ব্যস্ততম রোডে বিলবোর্ডে সুন্দর সুন্দর স্লোগান লিখে প্রচার করছে।
সেখানে যেভাবে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের আদর্শ প্রচার তেমনি ভাবে রয়েছে ইসলামের মৌলিক বিধান পর্দা সম্পর্কেও বিভিন্ন উক্তি ও হিজাব সম্পর্কে মানুষের ভুল মনোভাব দুর করার প্রচেষ্টা।
আমেরিকার বিভিন্ন স্থানে ইসলাম প্রচারে এ বিলবোর্ডগুলো প্রদর্শিত হচ্ছে
এই প্রচারণার মূল উদ্দিশ্য নেয়া হয়েছে, হিজাব সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেয়া এবং রাজনীতি ও মিডিয়ার কারণে ইসলাম সম্পর্কে জনমনে ছড়িয়ে পড়া ভুল মনোভাব দূর করা।
“টেক্সাস পাবলিক রেডিও” এ বিষয় নিয়ে দীর্ঘ প্রতিবেদন করেছে। যে প্রতিবেদনে যারা এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে তাদের মতামত প্রকাশ সহ কি উদ্দেশ্যে তারা এই প্রচারণা চালাচ্ছেন সে বিষয়ে বর্ণনা করা হয়েছে।
ইসলাম প্রচারে এ বিলবোর্ডগুলো প্রদর্শিত হচ্ছে
ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার ডালাস জোনের স্বেচ্ছাসেবী রুমান সাদিক এ প্রসঙ্গে বলেন, মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে পর্দাবৃত হয়ে বের হওয়াটা কঠিন হয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান, সুপারমার্কেট ও খেলাধুলার বিভিন্ন উন্মুক্ত স্থানে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। হিজাব ইসলামে একটি আবশ্যিক পরিধেয়-বিধান। শুধু ধর্মীয় সংশ্লিষ্টতা বোঝানোর জন্য এটি নির্দিষ্ট কোনো চিহ্ন নয়।
টেক্সাসে ইসলাম প্রচারে এ বিলবোর্ডগুলো প্রদর্শিত হচ্ছে
রুমান সাদিক আরো জানান, হিজাবকে নারীর ক্ষমতায়ন ও সম্মানের প্রতীক হিসেবে উপস্থাপনই সংগঠনটির লক্ষ্য। এছাড়াও যারা বিচার করে সমাজের মধ্যে নারীর সাফল্য লাভের জন্য কি পোশাক পরা উচিত, এটি অপরিচিতদের বিচার থেকে মুক্তির এক পন্থা। মুসলিম নারীদের শালীনতা রক্ষার অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
হিজাবের সৌন্দর্যে প্রচারে এ বিলবোর্ডগুলো প্রদর্শিত হচ্ছে
মূলত হিজাব ক্যাম্পেইনের অংশ হিসেবে ডালাসে বিলবোর্ডগুলো প্রদর্শিত হচ্ছে। আগ্রহীরা ইসলাম ও হিজাব সম্পর্কে প্রশ্ন করার জন্য বিলবোর্ডে ফোন নম্বরও যোগ করে দেওয়া হয়েছে।
ইসলাম প্রচারে এ বিলবোর্ডগুলো প্রদর্শিত হচ্ছে
এ ছাড়াও বিলবোর্ডগুলোতে দেখা গেছে, ইসলামের বিভিন্ন বিধান উল্লেখপূর্বক সে বিষয়ে বিস্তারিত জানার জন্য ফোন নম্বার যুক্ত করে দেয়া হয়েছে। যে কোন কেউ সে নম্বরে যোগাযোগ করে ইসলাম সম্পর্কে সার্বিক ধারণা নিতে পারছে। আরো থাকছে ইসলাম সম্পর্কে জানান দেয়া বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানাও__ যেখান থেকে মানুষ সহজেই ইসলাম সম্পর্কে ধারণা নিতে পারছে।
ইসলাম প্রচারে এ বিলবোর্ডগুলো প্রদর্শিত হচ্ছে
অবশ্য এ ধরনের প্রচারণা যুক্তরাষ্ট্রে এটিই প্রথম নয়। এর আগে “গেইনপিচ” নামের অন্য একটি সংগঠন অমুসলিম আমেরিকানদের ইসলাম সম্পর্কে জানার জন্য ফোন নম্বরসহ বিলবোর্ডে প্রচারণার ব্যবস্থা করেছিল। ইসলাম সম্পর্কিত এ ধরনের বিলবোর্ড হাউসটোন ও শিকাগোসহ দেশটির বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে। যা অমুসলিমদের মনে প্রভাব ফেলছে এবং ইসলাম সম্পর্কে তাদের আগ্রহী করে তুলছে। সবচেয়ে বড় বিষয় হলো, ব্যাতিক্রমী এই উদ্যোগটিতে মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে।