গোপালগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস

পাবলিক ভয়েস: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ডহরপাড়া গ্রামের কালাম মৃধার মেয়ে ফাতেমা খানম (৪) ও একই গ্রামের সুরেশ রায়ের মেয়ে কোহেলী রায় (৪)।

এলাকাবাসী জানায়, দুপুরে ফাতেমা ও কোহেলী বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদেরকে পুকুর পাড়ে না দেখতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাদের কোনো সন্ধান পাননি। পরে তারা পুকুরে সন্ধান চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মন্তব্য করুন