পাকিস্তানের পক্ষে কাবার ইমামের করা দোয়া সাম্প্রতিক সময়ের নয়

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
পাকিস্তানের পক্ষে কাবার ইমামের করা দোয়া সাম্প্রতিক সময়ের নয়

ভারত পাকিস্তানের চলমান বিবদমান পরিস্থিতিতে বিশ্ব মিডিয়া বিশেষত ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর প্রকাশ হয়েছে। যেসব খবরে দেখা যায়__ অনেক সংবাদ হুজুগ বা যাচাই ছাড়াই প্রকাশ করা হচ্ছে। ফেসবুকে যেগুলো ভাইরালও হয়ে যাচ্ছে।

তেমনই একটি সংবাদ হল__ মক্কায় পবিত্র কাবা শরীফের এক নামাজ পরবর্তী পাকিস্তানের পক্ষে কাবার ইমামের একটি দোয়া। যে দোয়াটি সাম্প্রতিক সময়ের সাথে মিলিয়ে প্রচার করা হচ্ছে যে_ “কাবা শরীফের ইমাম ভারত-পাকিস্তান বিবদমান ইস্যূতে পাকিস্তানের পক্ষে দোয়া করেছেন”।

পাবলিক ভয়েসের পক্ষ থেকে যাচাই করে দেখা গেছে পবিত্র কাবা শরীফে শায়খ আস-সুদাইসের এই দোয়াটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি বিগত রমজানের ২৭ তারিখে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য করা একটি দোয়ার অংশবিশেষ। যেখানে বিভিন্ন মুসলিম দেশের নাম উল্লেখ করে দোয়া করা হয়েছে মুসলিম জাতির শান্তি কামনায়। সে ধারাবাহিকতায় পাকিস্তানের নাম উল্লেখ করেও দোয়া করেছেন পবিত্র কাবা শরীফের ইমাম শায়খ আস-সুদাইস। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমেও তখন এই দোয়া প্রকাশ করা হয়েছিল।

পাকিস্তানের পক্ষে কাবার ইমামের করা দোয়া সাম্প্রতিক সময়ের নয়

পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের করা রিপোর্ট

পাকিস্তানের নিউজ চ্যানেল “টুয়েন্টিফোর নিউজে” এ নিয়ে ২০১৮ সালের জুন মাসে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছিল। যে প্রতিবেদনের স্ক্রীনশট নিউজে সংযুক্ত করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত : সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে চলমান বিবাদে সৌদি আরব কোন টু-শব্দও করেনি এবং তারা পাকিস্তানের পক্ষে কোন অবস্থানও ব্যক্ত করেনি তবে তুরস্ক পাকিস্তানের পক্ষে যে কোন পরিস্থিতিতে পাশে থাকার অঙ্গীকার করেছে।

মন্তব্য করুন