ধর্ষণের মেলা

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

ধর্ষণের মেলা

মুহাম্মদ এফ.এস.ডি ইকরামুল হক

 

মাতৃ বাংলা স্বাধীন করে

হায়েনা থেকে মুক্ত,

আজতো আবার নতুন করে

ধর্ষণে সেঞ্চুরি যুক্ত।

 

টেকনাফ থেকে তেতুঁলিয়া শুনি

শুধুই ধর্ষণের খবর!

মা বোনদের বোবা কান্না

কি করে করি ছবর।

 

আল্লামা শফী যখন বলেছিলো

সহশিক্ষার কথা!

বেশ্যা কিছু নারীর আবার

নড়ে গেলো মাথা।

 

জানি স্কুল কলেজ শিক্ষালয়ে

শিখবো মোরা জ্ঞাণ,

আর অন্তরালে একি দেখি

ধর্ষিতার নেই প্রাণ।

 

ঐ সুবর্ণচরের পারুল যখন

ন্যায্য অধিকার চাই,

বিচার বিনা কেবল মাত্র

শান্তনারই বার্তা পাই।

 

আর হে! পরিশেষে কিবা হবে

পারুলদের কপালে,

ধর্ষকতো ফের ঐ কাজে

মুক্ত একন জামিনে।

 

আমরা যদি সবাই মিলে

সুন্দর সমাজ চাই,

ব্যক্তিস্বার্ধে হয়না কিছু

শক্ত নিজের বেলায়।

মন্তব্য করুন