নিউজিল্যান্ডের বিপক্ষে তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

পাবলিক ভয়েস: নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল। টাইগারদের প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ১০০ বলে তিন অংকের ম্যাজিক ফিগারে চলে যান এই ড্যাশিং ওপেনার। এটা তামিমের নবম টেস্ট সেঞ্চুরি।

হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রথম দিনের খেলা শুরু হয়। ওপেনিং জুটিতে শাদমান ইসলামের সাথে ৫৭ রান তোলেন তামিম। তবে ৩২ বলে ২৪ রান করা শাদমান ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

পরে মুমিনুল হককে নিয়ে মাত্র ৩৭ বলে নিজের হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। এরপর ওয়ানডের মতো ব্যাট চালিয়ে ১০০ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। দলীয় ১৮০ রানের মাথায় আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২৮ বলে ১২৬ রানের দুর্দান্ত একটা ইনিংস।

মন্তব্য করুন