

মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজের ঘাড়ে নিজেই গুলি করে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা “উইং কমান্ডার” অরভিন্দ সিং আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।মঙ্গলবার সকালে প্রায়াগরাজে বিমান বাহিনীর আবাসিক এলাকায় নিজের সরকারি বাসভবনে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।
নিউজ ন্যাশন সংবাদ সূত্রে জানা গেছে, ভারতীয় বিমান বাহিনীর এ কর্মকর্তা একটি ডাবল ব্যারেল বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। অরভিন্দ সিং সেন্ট্রাল এয়ারফোর্স কমান্ডের গণসংযোগ কর্মকর্তা ছিলেন। অরভিন্দ নিজের ঘাড়ে গুলি করে মৃত্যুর পথ বেছে নেন।
নিহত কর্মকর্তার স্ত্রী পুজা বলেছেন, কর্মস্থলের কারণে অরভিন্দ বাড়তি মানসিক চাপে ছিলেন। এ কারণে অরভিন্দ নিজের ঘাড়ে গুলি করে আত্মহত্যা করেন। তবে এ ঘটনায় অন্য কিছু আছে কি না তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।