চকবাজার অগ্নিকান্ড নিয়ে ‘আগুন’ শিরোনামে হৃদয়স্পর্শী গান গাইলেন মুস্তাজাব

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

পাবলিক ভয়েস: রাজধানীর ঢাকা শহরের ঐহিত্যবাহী শিল্প নগরী চকবাজারে সংগঠিত মর্মান্তিক অগ্নিকান্ডে নারী-শিশুসহ শতাধিক আগুনে পুড়ে যাওয়া নিহতদের নিয়ে ইনভাইট নাশিদ গ্রুপের ‘আগুন’ শিরোনামে সময়োপযোগী একটি হৃদয়স্পর্শী সংগীত রিলিজ করা হয়েছে।

গতকাল (২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার) বিকালে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘কাতিব মিডিয়া’ এ গানটি রিলিজ করেছে। ইতিমধ্যে সংগীতটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

সুফিয়ান বিন এনামের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন আনোয়ারুল করীম মুস্তাজাব।  ভিডিওটি চকবাজারে সংগঠিত মর্মান্তিক অগ্নিকান্ডের স্থীর চিত্র দ্বারা চিত্রায়িত করা হয়েছে।

সংগীতটির সাউন্ড ও ভিডিও ডিজাইন করেছেন আশরাফ বিন আহমেদ। কাতিব মিডিয়ার প্রযোজনা ও পরিবেশনায় নাশিদটি সুর কারুকার্য এবং পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন কাতিব মিডিয়ার চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিক

ভিডিওটি দেখতে ক্লিক করুন- Katib Tv

মন্তব্য করুন