
পাবলিক ভয়েস: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রেন্টু ঢালী (২৫) নামে পল্লী বিদ্যুতের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মহিষার ইউনিয়নের কালিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেন্টু ঢালী যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের মৃত ফজলুল হক ঢালীর ছেলে।
রেন্টুর সহকর্মী তরিকুল জানান, গতকাল সোমবার সন্ধ্যায় কালিখোলা এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ অবস্থায় রেন্টু খুঁটিতে কাজ করছিলেন। কাজ করা অবস্থায় হঠাৎ লাইনে বিদ্যুৎ চলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেন্টু মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

