সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
দু’গ্রুপের সংঘর্ষ

পাবলিক ভয়েস: সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নুরনবী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা ধুকুরিয়া বেড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরনবী গোপালপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম জানান, গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টার ও এরশাদ মহুরী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আজ সোমবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এরই একপর্যায়ে লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে ৪/৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে নুরনবীর মৃত্যু হয়।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন