

পাবলিক ভয়েস: আজ চরমোনাই মাহফিলের প্রথম দিনে দুজন হিন্দু থেকে মুসলিম ধর্মে দীক্ষিত হন।পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম হাফিজাহুল্লাহ তাঁদেরকে কলেমা পড়ান।
তাঁদের একজন হলেন, নুরুল ইসলাম (পূর্ব নাম অনুপ)। ইসলাম ধর্মগ্রহন করার পর তাকে স্টেজে স্বাগত জানান বিশিষ্ট বক্তা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজী।
উল্লেখ্য যে, বিশিষ্ট বক্তা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজী একজন নও মুসলিম।