

টঙ্গী মাঠে অনুষ্ঠিত মাওলানা সা’দ কান্ধলভী অনুসারিদের বিশ্ব ইজতেমায় উপস্থিত হয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ জায়েদ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় অংশে তিনি ময়দানে যান। জানা যায় সা’দপন্থীদের ইজতেমার শেষ দিন তিনি সন্ধ্যার পর তিনি ময়দানে আসেন এবং খাস মেহমানদের কামরায় অবস্থান নেন। এছাড়াও এ ইজতেমার দ্বিতীয় দিন মাঠে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান এবং গাজীপুর সিটি মেয়রসহ প্রশাসনের বেশ কয়েকজন উধ্বর্তন কর্মকর্তা। উল্লেখ্য, গাজীপুর সিটি মেয়র ইজতেমার প্রথম অংশে আল্লামা আহমদ শফীকে নিজ গাড়িতে করে ইজতেমা মাঠে নিয়ে গেছিলেন এবং গাজীপুর সিটি মেয়রের নিজে সে গাড়ি ড্রাইভ করার ছবিও ভাইরাল হয়েছিল।
এছাড়াও ইজতেমার শেষ দিন মাঠে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক নায়েবে আমির মুফতি ইজহার। মুফতী ইজহারের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি কিছু না বলে ফোন কেটে দেন।

ইজতেমা মাঠের খাস কামরায় শেখ আবদুল্লাহ
একটি সূত্র জানিয়েছে, সা’দপন্থীদের ইজতেমায় উপস্থিত হতে পারেন আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোন সূত্র পাওয়া যায়নি।
দ্বিতীয় পর্বে পরিচালিত এই ইজতেমায় ইঞ্জি. ওয়াসিফ ছাড়া বিশ্ব আলমী শূরার কোন মুরুব্বি উপস্থিত না থাকলেও দিল্লির নিজামুদ্দীনের বেশ কয়েকজন মুরুব্বী উপস্থিত আছেন এবং তারাই ইজতেমা পরিচালনা করছেন। আরো জানা গেছে ইজতেমা মাঠে উপস্থিত আছেন কাকরাইলের প্রবীণ মুরুব্বি বাংলাদেশের আহলে শুরা মাওলানা মোজাম্মেলুল হকসহ বাংলাদেশের তাবলীগের মুরুব্বিদের কয়েকজন।