

ইজতেমার ময়দান থেকে আব্দুল্লাহ আল মুবিন: বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের মাঝে বিনামূল্য চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করছেন বিভিন্ন সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ও ক্লিনিক।
এবারের বিশ্ব ইজতেমায় ৬৪ জেলার মুসল্লির একসাথে অংশগ্রহণ করছেন। ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসাসেবা দিতে ময়দানে ৪০টির অধিক সরকারি-বেসরকারি ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজার হাজার মুসল্লিকে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা নিতে দেখা গেছে।
এর মধ্যে হামমর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল, ইসলামী মিশন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি,গাজীপুর সিভিল সার্জনের তত্ত্বাবধানে মেডিকেল সেন্টার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ, র্যাব ফ্রি চিকিৎসা কেন্দ্র, গাজীপুর সিটি কর্পোরেশন ফ্রি মেডিকেল সেন্টার, টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পে মুসল্লিদের ফ্রি চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
চিকিৎসকরা জানান, আগত মুসল্লীদের অনেকেই গ্যাস্টিক, আলসার, পেটেরপীড়া, ডায়রিয়া ও ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট ও জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান। এ সব রোগীদের পাশে দাঁড়িয়েছে এসব সেবামূলক সংস্থা। দিচ্ছে বিনামূল্য চিকিৎসাসেবা।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিংসা সেবা দেওয়া হচ্ছে। এতে স্বতঃস্ফুর্তভাবে স্থানীয় জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ক্যাম্পে রোগীদের জন্য ঔষধসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত মওজুদ করা হয়েছে। আরো বিভিন্ন চিকিৎসা সামগ্রী এখনও আসছে।
গাজীপুর সিটি কর্পোরেশন ফ্রি মেডিকেল সেন্টারের আতাউল্লাহ নামের এক চিকিৎসক জানান, আমাদের সাথে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আমরা চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করছি। চিকিৎসাসেবা দিতে মন্নু গেট, এটলাস গেট, বাটা কারাখানার গেট ও টঙ্গী হাসপাতাল মাঠসহ ইজতেমা মাঠের আশপাশের বিভিন্ন স্থানে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
ওইসব ক্যাম্পে হৃদরোগ, অ্যাজমা, ট্রমা, বার্ন, চোখ এবং ওআরটি কর্নারসহ বিভিন্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা দেবেন। রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য সার্বক্ষণিক পর্যাপ্ত অ্যাম্বুলেন্সও মোতায়েন থাকবে।
আই.এ/