ভােলায় নিউজ পাের্টালে’র আড়ালে মাদক ব্যাবসা, গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

ভােলা প্রতিনিধি ॥ ভােলায় শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মাে. আলী জিন্নাহ রাজীব ও তার বাহিনী কর্তৃক  সাংবাদিক  অমি আহমেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মফস্বল সাংবাদিক ফােরাম ভোলা জেলা শাখা।
সােমবার দুপুরে শহরের কে-জাহান মার্কেটের  সামনে  এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ভোলার কয়েকটি সংগঠন অংশগ্রহন করেন। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি প্রদান করেন।

এ সময় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ফােরামের সভাপতি মােবাশ্বির উল্ল্যাহ চৌধুরী, ভােলা জেলা মফস্বল সাংবাদিক ফােরামের সাধারণ সম্পাদক এ্যাডভােকেট সাহাদাত শাহিন, ভােলা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন, হেল্প এন্ড কেয়ার এর সিনিয়র সদস্য  আমজাদ মুক্তি, সাধারন সম্পাদক সিয়াম আহমেদ,সাংগঠনিক সম্পাদক সরিফ আহমেদ, প্রচার সম্পাদক ইমতিয়াজুর রহমান প্রমূখ।

এ সময় বক্তারা অবিলম্বে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিবকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও মাদকের ছােবল থেকে এ লাকার যুব সমাজকে রক্ষার জোর দাবি জানান।

প্রসঙ্গত:- গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইয়াবা বিক্রিতে বাঁধা প্রদান করায় ভোলার স্থানীয় সাংবাদিক মাে. রকিব উদ্দিন অমির উপর হামলা করে চিহ্নিত মাদক ব্যাবসায়ী রাজিব। এ ঘটনায় রাজিবকে আসামী করে ভোলায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার চার দিন পেরিয়ে গেলেও মাদক ব্যবসায়ী রাজিবকে আটক করতে পারেনি পুলিশ।

ভােলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, মামলার পর থেকে রজিবকে গ্রেফতারের জন্য কয়েকবার অভিযান চালানো হয়েছে। তবে সে পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। রাজিবকে গ্রফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন