

হানীফ রাইয়ান (নাদওয়াহ থেকে) ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইর আমন্ত্রণে চরমোনাই মাহফিল উপলক্ষে আজ বাংলাদেশে আসছেন এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষানিকেতন দারুল উলুম নাদওয়াতুল উলামার শাইখুল হাদীস ও প্রধান মুফতি মাওলানা নিয়াজ আহমদ কাসেমী নদভী৷
মাওলানা নিয়াজ আহমদ কাসেমী আজ (১৮ ফেব্রুয়ারি) ভারতীয় সময় দুপুর ১২:২০ টায় ইন্ডিগো’র একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা করবেন৷ সেখান থেকে ৪:১০ টায় আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে স্থানীয় সময় সাড়ে পাঁচটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন৷৷
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিবান বন্দরে হযরতকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ঢাকা গুলশান নতুন বাজার জামীয়া সাঈদীয়া কারীমিয়ার আরবী সাহিত্য বিভাগীয় প্রধান মুফতি রাকিবুল হাসান নদভীসহ অন্যান্য উলামেয় কেরামবৃন্দ৷
জানা যায়, মাওলানা নিয়াজ আহমদ কাসেমী নদভী আজ দেশে পৌঁছেই সোনারগাঁয়ে অবস্থিত মাদ্রাসাতুশ শরফ আল ইসলামিয়ার বাৎসরিক মাহফিলে অংশগ্রহণ করবেন৷ আগামীকাল বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কতৃক আয়োজিত আন্তর্জাতিক সেমিনারসহ একাধিক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন৷ আগামী ২০, ২১ ফেব্রুয়ারি চরমোনাই মাহফিলে অংশ গ্রহণ করে পুনরায় ঢাকায় ফিরে আসবেন৷ ২৩ তারিখ হুজুরের একান্ত ছাত্র মাওলানা উবাইদুল কাদির নদভী সাহেবের বিশেষ আমন্ত্রণে কক্সবাজার যাবেন৷
আরও পড়ুন- চরমোনাই মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন : ২০ তারিখ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
মাওলানা নিয়াজ আহমদ কাসেমী ছয় দিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন৷
উল্লেখ্য যে আগামী ২০, ২১, ২২ই ফেব্রুয়ারি বাংলাদেশের অন্যতম দ্বীনি মাহফিল চরোমাইর বাৎষরিক মাহফিল অনুষ্ঠিত হবে৷ এতে দেশ বিদেশের অনেক আন্তর্জাতিক উলামায়ে কেরাম অংশ গ্রহণ করবেন৷ দেওবন্দ থেকে নায়েবে মুহতামীমসহ সিনিয়র পাঁচ উস্তাদ অংশ গ্রহণ করার কথা রয়েছে৷ ইতিমধ্যে অনেকে দেশে এসে পৌঁছেছেন৷