রুহানি-ইমরান মুখোমুখি : পাকিস্তানকে হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত: ৫:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

গত ১৪ ফেব্রুয়ারি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যদের বহনকারী একটি বাসে আঘাত করলে ঘটনাস্থলেই অন্তত ২৭ সেনা মারা যান ও ১৩ জন আহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ উঠিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইসলামাবাদ ইরানি সেনাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির রেভ্যুলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি।

ইরানের রেভ্যুলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি

তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, এ জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। সাথে সাথে তেহরানে পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

তবে পাকিস্তান উদ্বেগ জানিয়েছে এবং ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা (আইআরজিসি) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পর বিষয়টি পর্যালোচনা করার জন্য পাকিস্তানের একটি বিশেষজ্ঞ দল তেহরান সফরে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী একথা বলেছেন।

আজ (রোববার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে ফোনালাপে মেহমুদ কোরেশী একথা জানান। তিনি সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা এবং হতাহতদের প্রতি সমবেদনা জানান। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনক এই ঘটনার জন্য যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইসলামাবাদ। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতেও প্রস্তুত তার দেশ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী

অপরদিকে ১৪ ফেব্রুয়ারির হামলার ঘটনায় তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিফাত মাসুদকে রোববার তলব করেছে ইরান। ইরান বলেছে, তেহরান আশা করে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী সেদেশের সীমান্ত অঞ্চলে তৎপর সন্ত্রাসীদেরকে দৃঢ়ভাবে দমন করবে এবং অমানবিক তৎপরতা বন্ধে পদক্ষেপ নেবে।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, নিঃসন্দেহে ইরান নিহতদের রক্তের বদলা নেবে। ইরানের দক্ষিণ-পূর্বের সিস্তান-বালুচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দুঃখজনকভাবে কয়েকটি প্রতিবেশী দেশ ভুল নীতি বেছে নিয়েছে। ১৭ ফেব্রুয়ারি (রোববার) ইরানের দক্ষিণের হরমুজগান প্রদেশের বান্দারে লেংগে শহরে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান সব সময় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এবং কখনোই আগ্রাসন চালায় নি। তিনি সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ থেকে আঞ্চলিক নিরাপত্তা ও সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, যারা ভাবছে আমেরিকা ও ইহুদিবাদীরা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। ইরানের জনগণ ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সব ষড়যন্ত্র ব্যর্থ করবে বলে ড. রুহানি জানান।

একই বিষয়ে ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক হামলার জন্য পাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, ওই হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করা হয়েছে পাকিস্তানের মাটি থেকে। ১৭ ফেব্রুয়ারি (রোববার) সংসদের অধিবেশনে ড. আলী লারিজানি এসব কথা বলেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকতার সঙ্গে কাজ করা দরকার। তিনি বলেন, বর্তমান অবস্থায় পাকিস্তান দায়িত্বহীনতার পরিচয় দিতে পারে না; পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের আচরণ দু দেশের মধ্যকার সহযোগিতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন