আপত্তিকর ভিডিও ছড়ানোর দায়ে সানাই আটক ; বাকিদের সতর্ক করলেন ডিএমপি

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

ইন্টারনেটে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। অন্যান্য অনেকের জন্যও সাইবার অপরাধ দমন বিভাগের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে আটক করা হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইন্টারনেটে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও এবং বিভিন্ন কনটেন্ট ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে।’

এডিসি নাজমুল ইসলাম আরও বলেন, ‘মন্ত্রী মোস্তাফা জব্বার স্যার এর নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে সানাইকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে এনেছিলাম। সানাই তার ভিডিওগুলোর জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং সেসব ভিডিও মুছে ফেলতে সম্মত হয়েছেন। তিনি মুচলেকা দিয়েছেন যে, কখনও আর এ ধরনের ভিডিও বানাবেন না বা ছড়াবেন না।
সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তার এ ধরনের কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। মুচলেকার বাইরে কিছু করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

মন্তব্য করুন