

পাবলিক ভয়েস: জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির শিকার মানুষের ভাগ্যে কি ঘটবে তা নির্ধারণ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিউনিখের নিরাপত্তা সম্মেলনে এ আহবান জানিয়ে তিনি বলেছেন ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য জিডিপির এক ভাগ ব্যয় করে বাংলাদেশ। তাই বিশ্ব সম্প্রদায়কে এ বিষয়ে আরো ভাবতে বললেন প্রধানমন্ত্রী।
গতকাল শনিবার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান সফরের শেষ দিন। মিউনিখের নিরাপত্তা সম্মেলনে বিশ্বের অন্যান্য দেশের নীতি নির্ধারকদের সংগে যোগ দেন তিনিও।
জলবায়ু পরিবর্তনকে আগামী দিনের বিশ্ব নিরাপত্তার জন্য বড় ঝুঁকি মনে করছে এবারের সম্মেলন। আর এ বিষয়ের প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী তুলে ধরেন জলবায়ুর পরিবর্তনে কতটা ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশ সে বিষয়টি।
শেখ হাসিনা জানান, বাংলাদেশসহ অনেক দেশেরই জলবায়ু পরিবর্তনে অভিযোজনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তা কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করতে তাগিদ দেন তিনি।
শেখ হাসিনা বলেন মারাত্মক প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ উন্নয়ন করছে। জলবায়ু জনিত প্রতিবন্ধকতাগুলো সত্ত্বেও বাংলাদেশ ধান ও মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ, শাক-সবজি উৎপাদনে পঞ্চম, চারা গাছ উৎপাদনে এ বিশ্বে প্রথম ১০টি দেশের মধ্যে একটি।