ইজতেমা মাঠে ২ মুসুল্লির ইন্তেকাল, গ্যাস লিকেজের আতঙ্কে চারজন আহত

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

টঙ্গীর তুরাগতী‌রে বিশ্ব ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু সংবাদ পাওয়া গেছে। শুক্রবার (১৫ ফেব্রুয়া‌রি) ভোর ও বৃহস্প‌তিবার (১৪ ফেব্রুয়া‌রি) রা‌তে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।  ‌নিহতরা হলেন- কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫) ফেনীর সফিকুর রহমান (৫৮) ।

বিশ্ব ইজতেমার মাঠের জিম্মাদারদের একজন মুহা. আদম আলী জানান, শুক্রবার ভোরে পৌনে ৫টার দিকে সফিকুর রহমান ও বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। তারা দু’জনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এর আগে ১৪ ফেব্রুয়ারি দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং ১৩ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বরও (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে বিশ্ব ইজতেমায় রেকর্ডে থাকা চারজন মারা গেছে।

গ্যাস লিকেজ থেকে আতঙ্ক

টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম দিনে ময়দানের পশ্চিম পাশে মিম্বরের কাছে রান্না করার গ্যাস সিলিন্ডার লিকেজের শব্দে মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় হুড়হুড়িতে অন্তত চারজন মুসল্লি আহত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া জানান, সকাল সোয়া ১০টার দিকে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে রান্না করার একাট গ্যাস সিলিন্ডার থেকে বিকট শব্দে গ্যাস বের হয়। এতে আশপাশের মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়হুড়ির মধ্যে পড়ে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

মন্তব্য করুন