রাজবাড়ীতে নারীকে গলা কেটে হত্যা, আটক ১

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে শাহনাজ পারভিন (৩০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত রনি মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পল্লীর কনকের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক রনি মোল্লা মানিকগঞ্জের হরিরাম এলাকার শওকত আলীর ছেলে।

জানা যায়, শাহনাজ পারভীন পতিতাপল্লীর কনকের বাড়ির ভাড়াটিয়া। রাতে রনি পারভীনকে গলা কেটে হত্যার চেষ্টা করেন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ সফি বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন