প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রকাশ, যুবক আটক

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
র‌্যাবের হাতে আটক যুবক।

পাবলিক ভয়েস: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির ছবি বিকৃত করে প্রকাশ করার অভিযোগে বরিশালের মুলাদী উপজেলা থেকে মো. নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

নজরুল উপজেলার পূর্ব তেরচাঁদ এলাকার মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে। আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সাহায্যে মুলাদী বাজারের ‘নোমান পাখি ঘর’ নামে একটি দোকানে অভিযান চালায়। অভিযানে দু’টি মোবাইল ও তিনটি সিমকার্ডসহ নজরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

এছাড়া নির্বাচনের আগ মুহুর্তে নির্বাচন কমিশনারকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য প্রকাশ করেন।

এ ঘটনায় জেলার মুলাদী থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন