সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা পরিচালনার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

মুসলিম উম্মাহর বৃহৎ গন জমায়েত দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা আগামীকাল থেকে শুরু হচ্ছে। তাবলীগের মধ্যে বিবদমান দুই পক্ষ ভিন্ন ভিন্ন ভাবে বিশ্ব ইজতেমা পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে। উভয় পক্ষকে সুন্দর ভাবে বিশ্ব ইজতেমা পরিচালনা করার আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সাথে সাথে তিনি বলেছেন সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা পরিচালনা করার লক্ষ্যে এবং কোন অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতে ইজতেমার মাঠে উভয়পক্ষের ইজতেমা চলাকালীন সময়ে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।

আজ (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

ইজতেমা চলাকালীন সময়ে উভয়পক্ষকে সংযত থাকতে এবং সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা পরিচালনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভাবগাম্ভীর্যের সাথে ধর্মীয় নিয়ম নীতির মধ্যে থেকে বিশ্ব ইজতেমা সম্পন্ন করতেও অনুরোধ করেছেন তিনি।

প্রসঙ্গত : আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ১৪, ১৫, ১৬ ই ফেব্রুয়ারি ওলামায়ে কেরাম এবং আলমি শুরা মেনে তাবলীগ পরিচালনা করতে চাওয়া তাবলীগের সাথীরা ইজতেমা মাঠে জড়ো হবেন এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে এই তিন দিন ইজতেমার কাজ পরিচালনা করা হবে। সরকারিভাবে যদিও ১৫, ১৬ ফেব্রুয়ারি দুই দিন তাবলীগের মুরুব্বী মাওলানা জুবায়ের সাহেবের নেতৃত্বে ইজতেমা পরিচালনার কথা বলা হয়েছিল কিন্তু উলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব ইজতেমা তিন দিনের ঐতিহ্য ধরে রাখতে এবং তাবলীগের সাথীদের সমর্থনে ১৪ ই ফেব্রুয়ারি থেকে এই বিশ্ব ইজতেমা শুরুর সিদ্ধান্ত করা হয় এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন আপত্তি জানানো হয়নি।

অপরদিকে ১৭, ১৮ ফেব্রুয়ারি এই দুই দিন সাদ কান্ধলভী পন্থী তাবলীগের সাথীরা বিশ্ব ইজতেমা পরিচালনা করবেন। তবে সাধারণ তাবলীগিদের মধ্যে আলেমদের বিশ্ব ইজতেমা বিষয়ে অধিক আগ্রহ লক্ষ্য করা গেছে এবং জানা গেছে আলেমদের বিশ্ব ইজতেমায় সবচেয়ে বেশি বিদেশি মেহমান উপস্থিত হতে পারে।

মন্তব্য করুন