বরিশালে ইশা ছাত্র আন্দোলনের নগর ও জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

আশরাফুল ইসলাম (বরিশাল থেকে)  অদ্য সোমবার (১১ ফেব্রুয়ারী’১৯) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর জেলা শাখা’র যৌথ উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ ইবরাহীম হোসাইনের সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক আরমান হোসাইন রিয়াদ এবং নগর সাধারন সম্পাদক গাজী আলী হায়দারের যৌথ সঞ্চালনায় চাঁদমারী এম.সি. অডিটোরিয়ামে ইশা ছাত্র আন্দোলন বরিশাল নগর ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা এম. হাসিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় প্রচার ও যোগাযোগ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ্ এ সময় প্রধান অতিথি তার বক্তব্যের শেষে বরিশাল জেলা ও মহানগরের ২০১৮ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে, মুহাম্মাদ আরমান হোসাইন রিয়াদকে জেলা সভাপতি, মুহাম্মাদ মুঈনুল ইসলামকে জেলা সহ-সভাপতি ও মুহাম্মাদ আশরাফুল ইসলামকে জেলা সাধারন সম্পাদক এবং এস এম সাব্বির হোসাইনকে নগর সভাপতি, গাজী আলী হায়দারকে নগর সহ-সভাপতি ও মুহাম্মাদ দেলোয়ার হোসাইনকে নগর সাধারন সম্পাদক নির্বাচিত করে জেলা ও মহানগরের ২০১৯ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা জয়েন্ট সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা জামীলুর রহমান, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুজ্জামান, নগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন (টিটু), ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(বরিশাল বিভাগীয়) সাবেক ছাত্রনেতা মুফতী নাসির উদ্দীন নাঈস, বরিশাল জেলা সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা এইচ এম সানাউল্লাহ্-সহ ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগরের সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ।

মন্তব্য করুন