

পবলিক ভয়েস: আজ সকাল নয়টা থেকে বাড্ডা আইএবি মিলনায়তনে সরকারি তিতুমীর কলেজ শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন মাজীদ পাঠ ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব, আলহাজ্ব মুহা. আমিনুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কলেজ বিষয়ক সম্পাদক এমএম শোয়াইব এবং সভাপতিত্ব করেন ইশা ছাত্র আন্দোলন, সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি মুহা. আব্দুল মালেক।
সভাপতি দেশের সাধারণ ছাত্র সমাজের অধিকার রক্ষার্থে দেশের ছাত্র সমাজকে ইশা ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এদেশের উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। প্রধান বক্তা এমএম শোয়াইব বিগত সেশনের কমিটি বিলুপ্তি করে কমিটি নতুন ঘোষণা করেন।
এতে কে. এম. জাহিদুল ইসলামকে সভাপতি মুহা. ইব্রাহীম খলিলকে সহ সভাপতি এবং ডি. এম শফিকুল ইসলাম বাহারকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।