ববির প্রক্টরের সাথে ইশা ছাত্র আন্দোলন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯
বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)।

ববি প্রতিনিধি: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ মাহবুব হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুভ্রত কুমার দাসের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় প্রক্টরের কাছে জানতে চাওয়া হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করা হবে কিনা।  ছাত্র সংসদ নির্বাচন নিয়ে  তিনি বলেন, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন এর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো আইন তৈরি হয়নি তাই এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার কোনো এখতিয়ার আমার নেই। ছাত্র সংসদ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট কমিটি সিদ্ধান্ত নিবেন।

মতবিনিময় ও সাক্ষাৎ শেষে  ইশা ছাত্র আন্দোলন ববি শাখার সভাপতি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় হলো একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়। এখানে ছাত্র সংসদ নির্বাচন একটি আন্দোলন গুরুত্ব বহন করে। তাই অনতিবিলম্বে সকলের সমান অংশগ্রহণের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আইনের আওতায় এনে অতিসত্বর নির্বাচন ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

বৈঠক শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রক্টর কে বার্ষিক প্রকাশনা-১৯ ক্যালেন্ডার, ডায়েরী, কেন্দ্রীয় সম্মেলন স্বারক ও পকেট ডায়েরী উপহার দেন বরিশাল বিশ্ববিদ্যালয়  শাখা সভাপতি মুহাম্মাদ মাহবুব হোসেন।

প্রক্টরের সাথে ইশা ছাত্র আন্দোলনের হয়ে সাক্ষাতে অংশ নেন সমাজবিজ্ঞান অনুষদের ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ হাসান এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সদস্য মুহাম্মাদ হাসিবুল হোসেন।

মন্তব্য করুন