

পাবলিক ভয়েস: একুশে বইমেলায় প্রকাশ হয়েছে শিশু সাহিত্যিক আবু তাহেরের জঙ্গল বাড়ির রহস্যময় চোখ বইটি। আবু তাহের দীর্ঘদিন ধরেই ছোটদের জন্য লিখছেন। জঙ্গলবাড়ির রহস্যময় চোখ বইটি একদম শিশুতোষ নয়। বরং কিশোরদের উপযোগী করে লেখা এই বইতে ছোটদের জন্য রয়েছে নানা শিক্ষানীয় বিষয়। রহস্য, রোমাঞ্চ আর বৈচিত্রে ভরা প্রতিটি গল্প সময়োপযোগী। লেখক অত্যন্ত সুন্দরভাবে প্রতিটি গল্পের মধ্যে একটা শিক্ষানীয় বার্তা দিয়ে গেছেন।
দাঁড়িকমা থেকে প্রকাশিতবইয়ের মূদ্রিত মূল্য ১৫০ টাকা। বইমেলার ২৩৪ নং স্টলে বইটি পাওয়া যাবে।
বইটি প্রসঙ্গে লেখক বলেন, গল্পগুলো ছোট-বড় সবাইকে আনন্দ দেবার পাশাপাশি জীবন গঠনেও ভূমিকা রাখবে। লেখালেখির স্বীকৃতি স্বরূপ আবু তাহের লেখকবাড়ি ডট কম থেকে পুরস্কৃত হয়েছেন। ছোটদের পাশাপাশি তিনি বড়দের জন্যও লিখছেন।