গ্রন্থ পর্যালোচনা (দ্য লিজেন্ড)

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯


মুহাম্মদ ওমর

“ইমাদুদ্দিন জিনকির মৃত্যু খ্রিষ্টানদের নবজীবন দান করে এবং তারা এই পরিমাণ আনন্দ প্রকাশ করে,যেন গোটা ইসলামি সাম্রাজ্য ভেঙে খানখান হয়ে গেছে।”
-বিখ্যাত খ্রিষ্টান ঐতিহাসিক মিচার্ড

সুলতান ইমাদুদ্দিন জিনকি রহ.। মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সাম্রাজ্য সালজুক সালতানাতের মসুল অঞ্চলের শাসক, সর্বশ্রেষ্ঠ সালজুক সম্রাট সুলতান মালিক শাহ এর প্রিয়তম সৈনিক এবং হালাব অঞ্চলের শাসক কাসিমুদ্দৌলাহর পুত্র ,নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র লাশ মুবারকের হেফাজতকারী সুলতান নুরুদ্দিন জিনকি রহ. এর পিতা।

আরও পড়ুন- গ্রন্থ পর্যালোচনা (বিশ্বাসের বহুবচন)

সুলতান ইমাদুদ্দিন জিনকি ছিলেন একজন ইসলাম প্রেমীক,ইবাদত গুজার,আল্লাহর ভয়ে ভীত,কাফেরদের ত্রাস,ক্রুসেডারদের জম,সাহসী যুদ্ধা এবং আল্লাহর বিধান রক্ষাকারী একজন বীর কেশরী।

তিনি সালজুক সম্রাট মাহমুদ কর্তৃক মসুলের শাসক নিযুক্ত হন এবং আতাবেক নামক গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন সালজুক উপাধীতে ভূষিত হন। তিনি শাসক নিযুক্ত হওয়ার পরপরই ক্রুসেডার খ্রিষ্টানদের দখলকৃত মুসলিম অঞ্চলসমূহ পুনরুদ্ধারে মনোনিবেশ করেন। তিনি তার মেধা ও শ্রম খরচ করে দ্রুতই ক্রুসেড বাহিনীর দখলকৃত অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল বিজয় করতে সক্ষম হন। তিনি তার ৬০ থেকে ৭০ বছরের জীবন ইসলাম এবং মুসলিম ভূখন্ডের খেদমতেই ব‍্যয় করেন। মুসলমানদের পারস্পরিক যুদ্ধ তিনি খুবই অপছন্দ করতেন এবং তা থেকে দূরে থাকার চেষ্টা করতেন। কিন্তু পরিস্থিতির শিকার হয়েই তাকে এসকল যুদ্ধে যোগদান করতে হয়েছে।

তিনি তার সারাজীবন উম্মাহর চিন্তায় অতিবাহিত করেছেন এবং নিজের সাধ‍্যমত উম্মাহর সেবা করেছেন। অবশেষে আততায়ীর হাতে উনাকে শাহাদাত বরন করতে হয়।

উম্মাহর এই বীর কেশরীর জীবন কে না জানতে চায়? আর তা যদি আসলাম রাহির মতো ব‍্যক্তি জানান তাহলেতো কথাই নেই। সুলতান ইমাদুদ্দিন জিনকি রহ. কে জানার এবং তার আদর্শ গ্রহণ করার তওফিক আল্লাহ আমাদের দান করুন,আমিন।

পাঠানুভূতি:

মুসলিম শাসকদের জীবনী আমার অন‍্যতম ভালোলাগার বিষয়। সুলতান ইমাদুদ্দিন জিনকি রহ. এর সাহসিকতার কথা অনেক শুনেছি,কিন্তু তার বিস্তারিত জীবন কাহিনী জানতে পারিনি। দ‍্য লিজেন্ড বইটি পড়ে আমি তা জানতে পেরেছি। তার আদর্শ,উম্মাহর প্রতি দরদ এবং ক্রুসেডারদের মোকাবেলায় সাহসিকতা দেখে অভিভূত হয়েছি।
এবং পুলক অনুভব করেছি,আমি যদি সেই পবিত্র বাহিনীর একজন সৈনিক হতে পারতাম…! বইটিতে ডাক ব‍্যবস্থা সম্পর্কে অসাধারন কিছু তথ‍্য পেরেছি,যা পূর্বে আমার জানা ছিল না।

পরিশেষে:
সব মিলিয়ে দারুন একটি বই।
বইটি সুলতান ইমাদুদ্দিন জিনকি রহ . কে আমাদের সামনে তুলে ধরেছে,যাকে জানার জন‍্য অনেক ইতিহাসপ্রেমী উদগ্রীব ছিল। বইটির অনুবাদক জনাব মুজিব তাশফিন সাহেব একজন নতুন ব‍্যক্তি। মউনার অনুবাদ এই প্রথম পড়লাম। অনুবাদ ও সাহিত‍্যমান মাশাআল্লাহ অনেক ভালো ।
আল্লাহ উনাকে এবং সম্পাদক আব্দুর রশীদ তারাপাশী সাহেবকে উম্মাহর খেদমত করার তওফিক দান করুন,আমিন।


বইয়ের নাম: সুলতান ইমাদুদ্দিন জিনকি দ্য লিজেন্ড
লেখক: আসলাম রাহি
অনুবাদক: মুজিব তাশফিন
সম্পাদক: আব্দুর রশীদ তারাপাশী
প্রকাশনায়: কালান্তর প্রকাশনী
মুদ্রিত মূল্য: ১০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৭২
কভার: পেপারব‍্যাক
প্রাপ্তিস্থান: প্রায় সকল অনলাইন বুক শপ সহ অভিজাত ইসলামি লাইব্রেরিসমূহ

মন্তব্য করুন