আএবি ঢাকা মহানগর দক্ষিণ‘র নতুন কর্মসূচী; ‘সুন্নতের আমল করি পরিচ্ছন্ন নগরী গড়ি’

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

পাবলিক ভয়েস: প্রাণের শহর ঢাকা মহানগরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলে দূষণ মুক্ত ঢাকা গড়তে আগামী ৯ ফেব্রুয়ারী’১৯ তারিখে ‘সুন্নতের আমল করি পরিচ্ছন্ন নগরী গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা রাজধানীতে প্রতিকী পরিচ্ছন্ন অভিযান শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যাতিক্রমী সার্বজনীন এ কর্মসূচী বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছেন নেতৃবৃন্দ।

কর্মসূচী শুরুর স্পট নির্ধারনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এ বি এম জাকারিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণের আওতাধীন কয়েকটি স্পষ্ট পরিদর্শন করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন, ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান সরকার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন্নাবীসহ অন্যান্যরা।

মন্তব্য করুন