

ইবনে সালেহ, ওমান:
গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টায় ইসলামী অান্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ষান্মাসিক দায়িত্বশীল সম্মেলন ও হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক অাল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীর অাশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা সাবের অাহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মিজান রহমানের সঞ্চালনায় মাস্কাট শরের মাতরাহ সিটির স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে আগামী তিনমাসের জন্য সাংগঠনিক কর্ম পরিকল্পনা ঘোষণা করতঃ প্রশিক্ষণ মূলক বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুফতি হোসাইন আশরাফি, হাজী ইউসুফ মোল্লা, মাওলানা এরফানুল হক চৌধুরী, মাওলানা মীর অাহমদ মিরু, সেক্রেটারি জেনারেল মাওলানা মিজান রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল করিম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাংবাদিক মাওলানা আজগর সালেহী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর হোসেন মিরু, মাওলানা শাহাদাত হোসাইন মোরশেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান মোল্লা, মাওলানা রফিক বিন হোসাইন।
সম্মেলনে ওমানের বিভিন্ন শাখা থেকে অাগত দায়ীত্বশীলরা বিগত ত্রৈমাসিক সম্মেলন থেকে ঘোষিত কর্মসূচী নিজ নিজ শাখায় কতটুকু বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে কারগুজারী/জবাবদিহিতা করেন, বারকা শাখার সেক্রেটারী মাওলানা ওসমান গণী, সাহাম শাখার সভাপতি মাওলানা ফানাহউল্লাহ, সূর শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সোহার শাখার সভাপতি মাওলানা তৈয়ব, আল বুরাইমি শাখার সেক্রেটারী মাওলানা এয়াকুব, জালান শাখার শেখ আব্দুল্লাহ, মাতরাহ শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন, মাওয়ালা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মাছিরা শাখার সেক্রেটারী হাফেজ ইব্রাহিম, তামরিত শাখার সেক্রেটারী মাওলানা মাহবুব এলাহী, জালান ফ্লাই শাখার সেক্রেটারী মাওলানা মাসুম বিল্লাহ ও মাবেলা শাখার সভাপতি মাওলানা সানাহউল্লাহ প্রমূখ।
সম্মেলন থেকে আগামী তিনমাসকে তরবিয়তি মাস ঘোষণা করে মেয়াদোত্তীর্ণ কমিটি নবায়নের জন্য সকল শাখা সমূহকে নির্দেশ প্রদান করা হয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড অারো বেগবান করতে বেশকিছু কর্মসূচি ও পরিকল্পনা ঘোষণা করা হয়।
সবশেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরীর অাশু রোগমুক্তি এবং বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।