

পাবলিক ভয়েস: আজ (শুক্রবার) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা। আজ বেলা ১১টায় বিরোধী এই জোটের পক্ষ থেকে চার সদস্যের একটা প্রতিনিধি দল গণভবনে যাবে। এতে নেতৃত্ব দেবেন ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে চা-চক্রের আমন্ত্রণ জানানো হয়েছে সে বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত হয়েছে ঐক্যফ্রন্ট নেতারা চা-চক্রে অংশ নেবেন না। এ বিষয়টি চিঠির মাধ্যমে জানাতে আমরা শুক্রবার বেলা ১১টার দিকে গণভবনে যাব।’
জাহাঙ্গীর আলম মিন্টুর সঙ্গী হিসেবে গণভবনে যাবেন দফতরের দায়িত্বে থাকা আরো তিন সদস্য। তারা হলেন আজমন আরা চন্দা, লতিফুল বারী হামিম ও জাহাঙ্গীর আলম প্রধান।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর উদ্দেশে দেয়া চিঠিতে গণফোরাম নির্বাহী সভাপতি ও ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সই রয়েছে।
এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সমালোচনা করে লেখা হয়েছে, ‘আমরা আগামী ২ ফেব্রুয়ারি আপনার চা-চক্রে অংশ নেব না।’