একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ‘রশীদ জামীল’র দুটি উপন্যাসের ফ্রি চার্জে প্রি-অর্ডার চলছে

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

পাবলিক ভয়েস: একুশে গ্রন্থমেলায় প্রকাশিত জনপ্রিয় কথাসাহিত্যক ও মানবাধীকার কর্মী ‘রশীদ জামীল’র দুটি উপন্যাসের ফ্রি চার্জে প্রি-অর্ডারে চলছে।

সুখের মতো কান্না
রশীদ জামীল
মুদ্রিত মুল্য : ৳ ২০০
প্রকাশক : কালান্তর প্রকাশনী
পেপার : অফহোয়াইট; হার্ডবোর্ড বাধাই

বইটির পূর্বকথা

বেশ কিছুদিন ধরেই মাথায় ঘুরঘুর করছিল আইডিয়াটি। আমাদের জন্মের আগে, বহু আগে এই পৃথিবীতে ঘটে গেছে অনেক ঘটনা। লোমহর্ষক অনেক কাহিনি। কিছু হারিয়ে গেছে। কিছু রয়ে গেছে কালের সাক্ষী হয়ে। হাজার হাজার বছর আগের সেই গল্পগুলোকে একুশের মতো করে লিখে ফেললে কেমন হয়?

একটি চিরন্তন ঘটনার দূরবর্তী ছায়া অবলম্বনে তৈরি এই উপন্যাসের মূল আইডিয়াটি কোত্থেকে সংগ্রহ করা হয়েছে; এটা খুঁজে বের করবেন পাঠক। আর সচেতন পাঠককে খুব একটা খোঁজাখুঁজি করতে হবে বলেও মনে হয় না।

 

একটি স্বপ্নভেজা সন্ধ্যা
রশীদ জামীল
মুদ্রিত মুল্য : ৳ ২০০
প্রকাশক : কালান্তর প্রকাশনী
পেপার : অফহোয়াইট; হার্ডবোর্ড বাধাই

বইটির পূর্বকথা

জানা একটি গল্প নতুন করে বলতে শুরু করেছিলাম ২০১০-এর একুশে বইমেলায় ‘সুখের মতো কান্না’ নামে। রেসপন্সও পেয়েছিলাম ভালো। তারপর…
তারপর লিখি লিখি করেও আর লেখা হয়ে ওঠেনি।
এবার সেটা লিখে ফেলার ইরাদা করলাম।
‘সুখের মতো কান্না’র সেকেন্ড পার্ট—একটি স্বপ্নভেজা সন্ধ্যা।

কাহিনির যথাস্থানে গিয়ে পাঠকের মনে হতে পারে নামকরণে কিঞ্চিত ভুল হয়েছে। ‘স্বপ্ন’-এর জাগায় রক্ত হলে ভালো হতো। বইটির নাম হওয়া উচিত ছিল ‘একটি রক্তভেজা সন্ধ্যা’। পারফেক্ট হতো। তবু কেন ‘স্বপ্নভেজা সন্ধ্যা’!
কারণ, ভালোবাসার রক্তগুলো স্বপ্নের মতোই হয়।

কালান্তর প্রি-অর্ডার লিংক :
https://goo.gl/C6sLJD

রকমারি প্রি-অর্ডার লিংক : www.rokomari.com/kalantorprokasoni

মন্তব্য করুন