

পাবলিক ভয়েস: বিশ্বব্যাপী তরীকা ও তাসাউফের সাথে জড়িত মুসলমানদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য কাজ করা ওয়ার্ল্ড সুফি সেন্টারের চেয়ারম্যান শায়েখ আব্দুল কারীম বিন সাঈদ খাদাইয়েদ এখন ঢাকায় অবস্থান করছেন।
আজ বুধবার পাবলিক ভয়েস টোয়েন্টি ফোরের প্রধান উপদেষ্টা, দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক মাও. উবায়দুর রহমান খান নদভীর আমন্ত্রণে আল্লামা শায়েখ মাওলানা জুলফিকার আহমাদ নকশাবন্দীর অন্যতম খলিফা উজবেকিস্তানের প্রখ্যাত পীর শায়েখ আব্দুল কারীম বিন সাঈদ খাদাইয়েদ পাবলিক ভয়েস টোয়েন্টি ফোর ডটকম ভিজিট করেন।
এসময় তিনি পাবলিক ভয়েসের বিভিন্ন বিভাগ পরিদর্শন সহ পাবলিক ভয়েস সম্পাদক, দাঈ ও ওয়ায়েজ মুফতী হাবিবুর রহমান মিছবাহকে ‘নকশবন্দী ট্যুরিজম ফেস্টিবল’- এর পেক্ষ থেকে এক সম্মাননা প্রদান করেন। সাথে সাথে মুফতী হাবিবুর রহমান মিছবাহকে আগামী ১৯ এপ্রিল বোখারায় অনুষ্ঠিতব্য খাজা বাহাউদ্দিন নকশবন্দী রহ. এর ৭০০ বর্ষী উপলক্ষে উজবেকিস্তানে আয়োজিত সুফি সম্মেলনে অংশগ্রহন করার আমন্ত্রণ জানান।
এছাড়াও পাবলিক ভয়েসের সম্পাদক মুফতী হাবিবুর রহমান মিছবাহের সাথে তার একান্ত আলাপকালে বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি তার ভালোলাগা ও মুগ্ধতার কথা ব্যক্ত করেন এবং উজবেকিস্তানের মুসলমানদের জীবন-যাপনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবলিক ভয়েস টোয়েন্টি ফোরের প্রধান উপদেষ্টা, দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক মাও. উবায়দুর রহমান খান নদভী, পাবলিক ভয়েসের সহ-সম্পাদক নাজমুল ইসলাম কাসিমী, মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান মুফতি মাও. হুসাইন আহমদ প্রমুখ।