

পাবলিক ভয়েস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে ও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আজারবাইজানের প্রধানমন্ত্রী নভরুজ মাম্মাদোভ।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় আজারবাইজান প্রধানমন্ত্রী বলেছেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো শক্তিশালী হবে।
যৌথ প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের সম্পর্ক গভীরতর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ৩০ জুন অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আ. লীগ। এর ফলে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে দলটি। আজ একাদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।