নান্দাইলে শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রদলের লিফলেট ও কলম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

স্টাফ রিপোর্টার:নূর মোহাম্মদ জোবায়ের হোসেন

‎১২/১০/২০২৫ তারিখ ময়মনসিংহের নান্দাইলের সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি প্রচারের উদ্দেশ্যে লিফলেট ও কলম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎নান্দাইল উপজেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয়ের নির্দেশক্রমে এবং উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য-সচিব জনাব সাদ্দাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শনিবার সকাল থেকে এ কর্মসূচি পরিচালিত হয়।

‎সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট ও কলম বিতরণ করা হয়।

‎এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মমিন মিয়া, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, খালেদ পারভেজ, মিজানুল হক আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুবাশশির হাসান ও সৌরভ মিয়া।

‎এছাড়াও কলেজ ছাত্রদল নেতা রেদোয়ান ভুইয়ান, আবিদুর রহমান সিয়াম, তরিকুল, আশরাফুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‎কর্মসূচিতে বক্তারা বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা শুধু ছাত্র সমাজ নয়, গোটা জাতির মুক্তির সনদ। এর বাস্তবায়নই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ।”

মন্তব্য করুন