স্টাফ রিপোর্টার:নূর মোহাম্মদ জোবায়ের হোসেন
১২/১০/২০২৫ তারিখ ময়মনসিংহের নান্দাইলের সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি প্রচারের উদ্দেশ্যে লিফলেট ও কলম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল উপজেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয়ের নির্দেশক্রমে এবং উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য-সচিব জনাব সাদ্দাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শনিবার সকাল থেকে এ কর্মসূচি পরিচালিত হয়।
সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট ও কলম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মমিন মিয়া, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, খালেদ পারভেজ, মিজানুল হক আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুবাশশির হাসান ও সৌরভ মিয়া।
এছাড়াও কলেজ ছাত্রদল নেতা রেদোয়ান ভুইয়ান, আবিদুর রহমান সিয়াম, তরিকুল, আশরাফুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা শুধু ছাত্র সমাজ নয়, গোটা জাতির মুক্তির সনদ। এর বাস্তবায়নই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ।”