হত্যা মামলার পর সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে তোলপাড়—দায়িত্বে অবহেলায় বরখাস্ত ৩ পুলিশ কর্মকর্তা 

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৫

সিনিয়র স্টাফ রিপোর্টার

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে সারাদেশে শুরু হয়েছে জোর আলোচনা। এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন ও গোয়েন্দা সংস্থার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে ৮টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বার্তায় জানানো হয়, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এটিএসআই মো. সোলায়মানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় মো. আবদুল হামিদের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় আরও যেসব নাম উঠে আসে, তা অবাক করার মতো—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

তবে এই মামলার আগেই কিশোরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা হয়। সেসব মামলায় আবদুল হামিদের নাম না থাকলেও, এবার সরাসরি তাঁর নাম উঠে আসায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সাবেক রাষ্ট্রপতির এভাবে বিদেশে চলে যাওয়া, আর সেই সুযোগ করে দেওয়ার পেছনে দায়ী হিসেবে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ইতোমধ্যে প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দেশত্যাগের পর আবদুল হামিদ কোথায় গেছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোনো সূত্র। তবে এই ঘটনাকে ঘিরে ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক অভিঘাত আসতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

মন্তব্য করুন