

ঢাকা, ২১ এপ্রিল:
কাতারে অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশ নিতে চার দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কাতারের উদ্দেশে যাত্রা করেন। এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে অংশ নিয়ে তিনি বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখবেন এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে টেকসই উন্নয়ন, পরিবেশ এবং উদ্ভাবনী চিন্তার ওপর মতবিনিময় করবেন।
কাতারের উষ্ণ ও শুষ্ক জলবায়ুতে টেকসই উন্নয়ন এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি এই সম্মেলনে গুরুত্ব পাবে।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সামিটে থাকছে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠক। ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এই বৈশ্বিক জমায়েতে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।
বিশ্বের বিভিন্ন দেশের নীতি-নির্ধারক, গবেষক ও উন্নয়নকর্মীরা এ সামিটে অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও ধারণা বিনিময় করবেন।