ভারতের উত্তরপ্রদেশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় সিসিটিভি দেখে গ্রেপ্তার ৭

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

নাজমুস সাকিব 

ভারতের উত্তরপ্রদেশে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় অন্তত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ফ্রি গাজা’, ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়ানো সেই বিক্ষোভকারীদের শনাক্ত করে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে একে একে ধরা হচ্ছে—এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং বলেন, বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছিল। এরপরই স্থানীয় প্রশাসন তৎপর হয়ে পড়ে।

একই সময়ে ভারতের বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রকাশ্যে ইসরায়েলের সমর্থনে সভা-সমাবেশ করছে। কিন্তু সম্ভল জেলার এই সাত তরুণ যখন ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, তখন তাদের কণ্ঠরোধ করতে সক্রিয় হয়েছে মোদি সরকার।

আন্তর্জাতিক মহলে যখন গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে, তখনও ভারত দ্বিধাহীনভাবে তেলআবিবের পাশে দাঁড়িয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় বোমার বিস্ফোরণ থামেনি, অথচ ভারতের অস্ত্র কারখানা থেকে এখনো রপ্তানি হচ্ছে সামরিক সরঞ্জাম।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নরেন্দ্র মোদির গভীর সম্পর্কই এর অন্যতম কারণ। বিশ্ব যখন ফিলিস্তিনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার, তখন দিল্লি বরং ইসরায়েলের হাত শক্ত করছে—এমন অভিযোগ এখন জোরালভাবে উঠছে।

মন্তব্য করুন