বাবুনগরী’র পাসপোর্ট ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবি জানালেন আল্লামা আহমদ শফী

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

পাবলিক ভয়েস: দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী’র পাসপোর্ট ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সংগঠনটির আমীর দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী।

আজ সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তার সাথে আলাপকালে তিনি এ দাবি জানান।

হাটহাজারী মাদরাসার মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতী সরওয়ার কামাল গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেলে ডিআইজি মাহবুবের সাথে ফোনালাপে আল্লামা আহমদ শফী আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন বলেন, এর আগেও আল্লামা আহমদ শফী আরো দুই তিনবার চেষ্টা করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট নেয়ার জন্য। প্রত্যেকবার তাঁকে আশ্বস্ত করেছে যে, তারা পাসপোর্ট ফেরত দিয়ে দিবে। সর্বশেষ তিনি আজ যখন কথা বললেন, তখন তাঁকে জানানো হলো, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পাসপোর্ট ফেরত দিয়ে দেয়া হবে।

আরও পড়ুন>>>মুফতী ফয়জুল করীমের হুশিয়ারী: আল্লামা বাবুনগরীর সঙ্গে এ জুলুম জাতি সহ্য করবে না

উল্লেখ্য যে, গত শনিবার সকাল থেকে আল্লামা বাবুনগরী শারীরিকভাবে কিছুটা সুস্থতা অনুভব করায় সকাল ১২টা ১০ মিনিটের দিকে সহকারীদের সহযোগিতা নিয়ে মাদরাসায় ক্লাস নিতে যান। পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ ফের অসুস্থবোধ করেন বাবুনগরী।

হঠাৎ তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার বাম পা অনেক বেশি ফুলে গেছে বলে জানান হেফাজত মহাসচিবের ব্যক্তিগত সহকারী। বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামূল হক ফারুকী জানান, হুজুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার বিকালে তাকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

বর্তমানে তিনি ঢাকার খিলগাঁওস্থ খিদমাহ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন