
পাবলিক ভয়েস: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে এক কিশোরীকে (১৪) ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিরিন আক্তার পাখি (২৫) নামে এক নারীকে গ্রেফতার করলেও ঘটনার মূল আসামিরা পলাতক রয়েছে।
আজ সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরআগে গতকাল রোববার (২৭ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে মোহাম্মদ নগর গ্রামের একটি বাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আসামিরা হলো- সিরাজপুর ইউনিয়নের মোহম্মদ নগর গ্রামের মিয়াজন বাড়ির মৃত মোস্তফার ছেলে আলমগীর হোসেন (২৯), চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রশিদের বাড়ির সাহাব উদ্দিন বাহার (৩০) ও তার স্ত্রী শিরিন আক্তার পাখি (২৫)।
কিশোরীর মা জানান, তারা নওমুসলিম। কিশোরীর বাবা বসুরহাট বাজারের একটি সেলুনে চাকরি করেন। প্রতিদিনের মত রাতে তারা নিজেদের ঘরে ঘুমিয়ে ছিল। দিনগত রাত ২টার দিকে ঘরের ভিতরে ডুকে অভিযুক্ত আলমগীর ও বাহার ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে তুলে বাহিরে নিয়ে যায়।
পরে বাহার ওই কিশোরীর মুখ চেপে ধরলে জাহাঙ্গীর কিশোরীর পরনের কাপড় খুলে ফেলেন। এসময় হঠাৎ কিশোরীর ঘুম ভেঙে যায়। এসময় ওই কিশোরী চিৎকার শুরু করলে পরিবার ও স্থানীয় লোকজন ছুঁটে তারা আসামিরা পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের চেষ্টায় সহায়তার অভিযোগে সাহাব উদ্দিন বাহারের স্ত্রী পাখিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।