ইরাকে তিন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

ইরাকের আনবার প্রদেশ, সালাহউদ্দিন প্রদেশ এবং বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সাম্প্রতিক সময়ে দেশটিতে মার্কিন সেনার উপস্থিতি নিয়ে ক্ষোভ বৃদ্ধির প্রেক্ষাপটেই এসব হামলা হচ্ছে বলে মনে করা হয়।

জানা গেছে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অবস্থিত আইন আল-আসাদ ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একটি কাতিউশা রকেট আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কোনো গোষ্ঠী বা সংগঠন এই রকেট হামলার দায় স্বীকার করেনি। তবে ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো এ ধরনের হামলা চালিয়েছে আসছে। তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন সময় দেশটিতে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার ঘটনা ঘটলো, যার ১০ দিন আগে যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা দিয়েছে যে, ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এ ছাড়া ইরাকের সালাহউদ্দিন প্রদেশ এবং দেশটির বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকার মার্কিন সামরিক অবস্থানে একই সময়ে রকেট হামলা চালানো হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব হামলারও দায় স্বীকার করেনি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন