টিকা নিলেই পাচ্ছেন মুরগি উপহার

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

করোনায় আক্রান্ত বিশ্বের অধিকাংশ দেশেই ভাইরাসটি প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলছে। কিন্তু কর্মসূচি চালাতে গিয়ে নানা ধরনের বাধার মুখে পড়ছেন সংশ্লিষ্টরা।

‘টিকা গ্রহণে অনীহা’ তার মধ্যে অন্যতম একটি। এমন পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া। বয়স্ক মানুষ টিকা গ্রহণ করলেই উপহার হিসেবে পাচ্ছে একটি জ্যান্ত মুরগি।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সেখানে উল্লেখ করা হয়েছে, টিকা গ্রহণ করলে এই উপহার দিচ্ছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার কিয়ানজুর রিজেন্সির পুলিশ ও স্থানীয় প্রশাসন।

‘টিকা নিন, মুরগি হাতে বাড়ি ফিরুন’ এই স্লোগানে কিয়ানজুরের বিভিন্ন পয়েন্টে প্রচার চালাচ্ছে তারা।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা গালিহ আপরিয়াহ বলেন, টিকাদান কর্মসূচি শুরু করার পর আমরা যুবকদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছি।

কিন্তু বয়স্করা কোনোভাবেই টিকাকেন্দ্রে আসছিল না। নানা মিথ্যা আর গুজব ছড়িয়ে পড়ার কারণে বৃদ্ধদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মুরগি উপহার দেয়ার সিদ্ধান্ত হয়।

গালিহ আপরিয়াহ আরও জানান, এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে বৃদ্ধদের মধ্যে। আগে যেখানে একটি কেন্দ্রে দিনে ২৫-৩০ জন বয়স্ক মানুষ টিকা নিতে আসছেন, এখন আসছেন ২৫০-৩০০ জন।

এতে করে পুরো টিকাদান কর্মসূচিতে একটা গতি এসেছে। এমন অভিনব উদ্যোগ ছড়িয়ে পড়ছে দেশটির অন্যান্য অঞ্চলেও।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন