ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন বাইডেন

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিনন্দন জানিয়েছেন।

আমেরিকান নাগরিকদের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে আমি অভিনন্দন জানাই বিবৃতিতে এ কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট এসময় ইসরায়েলের বিকল্প প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ এবং ইসরায়েলি নতুন মন্ত্রীসভার সকল সদস্যকে অভিনন্দন জানান।

এসময় বাইডেন আশা প্রকাশ করে বলেন উভয় দেশের ঘনিষ্ঠতার সব দিককে আরও শক্তিশালী ও স্থায়ী সম্পর্ক তৈরি করতে প্রধানমন্ত্রী বেনেতের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

আমাদের বন্ধন এবং মূল্যবোধ শেয়ার এবং বহু দশকের ঘনিষ্ঠ সহযোগিতা আরো অটুট থাকবে উল্লেখ করে এসময় বাইডেন বলেন পাশাপাশি আমরা আমাদের অংশীদারিত্বকে আরো জোরদার করতে থাকবো।

ইসরায়েলকে সুরক্ষা রাখতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অটল রয়েছে এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন উন্নত নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ইসরায়েল-ফিলিস্তিন ও অত্র অঞ্চলের সীমান্ত জুড়ে বসবাসরত জনগণের শান্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন সরকারের সঙ্গে কাজ করে যাবে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন