কাশ্মীরের স্বায়ত্তশাসন পুনর্বহালের শর্তে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

কাশ্মীরের স্বায়ত্তশাসন পুনর্বহালের পরিকল্পনা নিলে ভারতের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার ইসলামাদের সরকারি বাসভবনে রয়টার্সকে এ কথা বলেন তিনি। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে জাতিসংঘের ঘোষণা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন ইমরান খান।

তিনি বলেন, যদি একটি রোডম্যাপ থাকে, তাহলে আমরা আলোচনা করব। এমনকি তারা যদি আমাদেরকে একটি রোডম্যাপও দেয় যে কাশ্মীরের মর্যাদা আগের অবস্থায় ফিরিয়ে নিতে এসব পদক্ষেপ নেওয়া হবে, সেটাও গ্রহণযোগ্য হবে।

আরও পড়ুন-

হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে পারেনি ইহুদিরা: হামাস প্রধান
দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে না কাতার, জানালো কারণ
সামুদ্রিক শ্লেষ্মার প্রাদুর্ভাব মুক্ত করার প্রতিশ্রুতি এরদোগানের
আল জাজিরার নারী সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল
বেঁচে আছেন বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ও আল-কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি!

মার্চে পাকিস্তানের অর্থনীতি বিষয়ক শীর্ষ সিদ্ধান্ত-গ্রহণকারী পর্ষদ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু করার সিদ্ধান্ত জানালেও সরকারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।

এ ব্যাপারে ইমরান খান বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সীমা অতিক্রম করেছে। আমাদের সঙ্গে আলোচনা শুরুর আগে তাদের পূর্বের অবস্থানে ফিরতে হবে। এ মুহূর্তে ভারতের পক্ষ থেকে কোন প্রত্যুত্তর দেওয়া হয়নি।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন