
ফিলিস্তিনি ও ডাচ বংশোদ্ভুত মডেল বেল্লা হাদিদ ফিলিস্তিনের জন্য নিউইয়র্ক শহরে মার্চ করেছেন। শনিবার ইসরাইলের দখলদারিত্ব ও বিমান হামলার বিরোধিতা করে মার্চ করেন ওই মডেল। ইসরাইলের এসব হামলায় তার পূর্বপুরুষের দেশ ফিলিস্তিনে বহু সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে।
২৪ বছর বয়সী এ মার্কিন মডেল ফিলিস্তিনের জন্য মার্চ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বে রিডজ এলাকায় সমবেত বিক্ষোভকারীদের সাথে যোগ দেন। এ পদযাত্রার সময় তিনি ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ড্রেস একটি কিফায়া ও একটি মাস্ক পরেন।
বেল্লা হাদিদ একটি বড় ফিলিস্তিনি পতাকা হাতে গাজায় ইসরাইলি হামলায় নিহত নিরহ ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। মূলত, ইসরাইলের অব্যাহত বোমা হামলার কারণে এ সকল প্রাণহানি হয়েছে।
বেল্লা হাদিদ ও তার বোন জিজি হাদিদ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। এ ছাড়া অন্যদের প্রতিও আহ্বান জানাচ্ছেন ফিলিস্তিনিদের সহায়তা করার জন্য। তারা যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেন ইসরাইলকে সামরিক সহায়তা দেয়ার কারণে। এ সামরিক সহায়তায় পুষ্ট হয়ে ইসরাইল বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে। সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল
এন.এইচ/