
শুক্রবার (৭ মে) জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ চত্বর ও এর আশে-পাশের এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এসময় নিজেদের রক্ষা করতে ইট ছোড়ে ফিলিস্তিনিরা।
এতে এ পর্যন্ত ১৮৪ জন আহত হয়েছে। তার মধ্যে ৬ জন ইসরায়েলি পুলিশও রয়েছে। ফিলিস্তিন রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করেছে। খবর আল জাজিরার।
Red Crescent: 163 Palestinians have been injured, 23 hospitalized as Israelis fire sound bombs and tear gas inside the Al Aqsa Mosque compound pic.twitter.com/eb0RbGSNW1
— لينة (@LinahAlsaafin) May 7, 2021
শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনী আল আকসা মসজিদে জড়ো হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মসজিদের বাইরে জেরুজালেমে ফিলিস্তিনীদের উচ্ছেদ করে সম্প্রতি সেখানে ইহুদীদের বসতি স্থাপন করার বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
انسحاب بعض من القوات المتواجدة في #الأقصى باتجاه باب المغاربة pic.twitter.com/FmCIlDxaZH
— وكالة شهاب للأنباء (@ShehabAgency) May 7, 2021
হঠাৎ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ ও ময়লা পানি ছিটিয়ে তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এতে সংঘর্ষ বেধে যায়। ইসরায়েলি পুলিশ গণগ্রেপ্তার শুরু করে। মসজিদের ভেতরে ঢুকেও তারা টিয়ার শেল নিক্ষেপ করে ও ধরপাকড় করে।
Another Video of #Israel 🇮🇱 police forces attacking #Palestinian 🇵🇸 worshipers in-front the Golden Gate, also known as Bab Al Rahma, eastern gate of Jerusalem’s Al Aqsa mosque https://t.co/6qNS3RjqtV pic.twitter.com/eRa0hGZyJm
— Saad Abedine 🤬😷🤟🏼 (@SaadAbedine) May 7, 2021
এ সময় আল আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি মাইকে ইসরায়েলি পুলিশকে শান্ত থাকতে ও হামলা বন্ধ করে আহব্বান জানায়। কিন্তু সেটাতে কর্ণপাত করেনি তারা। দফায় দফায় ফিলিস্তিনীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিপেক্ষ চলতে থাকে।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস