ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে জাতিসংঘ ও ইইউ’র প্রতিক্রিয়া

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মে ১, ২০২১
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

ফিলিস্তিনি পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। জাতিসংঘ এ সিদ্ধান্তের সমালোচনা করে নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সমন্বয়কারী নিকোলাই ম্লাদিনোভ শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে পরিকল্পিত সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসের জনগণ ভোট দিতে পারবে না- এই  জন্য তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

তিনি গতকাল (শুক্রবার) সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, গত ১৫ বছরের মধ্যে প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হলো।

এদিকে মাহমুদ আব্বাসের সিদ্ধান্তকে ‘হতাশাব্যাঞ্জক’ আখ্যায়িত করে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ইইউ সব সময় সকল ফিলিস্তিনি জনগণের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।

তিনি পূর্ব জেরুজালেম আল-কুদসের ফিলিস্তিনি ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানান।

আইএ/

মন্তব্য করুন