

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগি সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, মহামারি করোনায় বিপর্যস্ত জনগণের পাশে সরকারকে দাড়াতে হবে। করোনার ফলে শ্রমিক শ্রেণির মানুষই সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ-কর্ম সচল না থাকায় এ শ্রেণির মানুষ বিপর্যস্ত জীবন যাপন করছে। সরকারের প্রণোদনায় শ্রমিক শ্রেণির মানুষকে বেশি অগ্রাধিকার দিতে হবে।
বৃহস্পতিবার ২৯ এপ্রিল বিকেলে পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে করণীয় নিধারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মহান মে দিবস উপলক্ষে ১লা মে শনিবার বাদ আছর রাজধানীর পুরানা পল্টন মোড়, প্রেসক্লাব এলাকায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সংগঠনের সারাদেশে অসহায় শ্রমিকদের মাঝে ইফতার, ত্রাণ সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করার জন্য সারাদেশের জেলা শাখাগুলোর প্রতি নির্দশনা দেয়া হয়।
নেতৃবৃন্দ সরকার ৫০ লাখ মানুষকে প্রণোদনা আওতায় আনার ঘোষণা দিয়েছে। সে তালিকায় দেশের শ্রমিক শ্রেণির মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনাসহ সকল ধরণের সহযোগিতা করার দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মুহা. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওরানা ছিদ্দিকুর রহমান, এইচ এম রফিকুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতী মোস্তফা কামাল, সৈয়দ ওমর ফারুক, মাওলানা শাহ জামাল ও মাওলানা এইচ এম সাইফুল ইসলাম প্রমুখ।