প্রস্তুতি থাকার পরও সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
ইসলামী আন্দোলন বাংলাদেশ

পাবলিক ভয়েস: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, শতভাগ প্রস্তুতি থাকা সত্ত্বেও সিটি, উপজেলা ও পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিবে না। বর্তমান প্রধানমন্ত্রীর কথা ও কাজে মিল থাকায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বার বার বলেছিলেন আমার ওপর আস্থা রাখুন, আমি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব’ কিন্তু প্রধানমন্ত্রী ওয়াদা দিয়েও জাতির সাথে তামাশা করেছে, ওয়াদার বরখেলাফ করেছেন। তিনি বলেন, ‘মুমিন একই গর্তে বার বার আছাড় খায় না’।

আরও পড়ুনহকারদের পুনর্বাসনের ব্যবস্থা করুন: হকার্স শ্রমিক আন্দোলন

গতকাল বিকেলে নগরীর গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদরাসা ময়দানে অনুষ্ঠিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ ইসহাক ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হুসাইন, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারূফ।ম্মেলনে জেলা ও মহানগর নেতৃবৃন্দ সহযোগিত সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুনভোলায় কুষ্ঠ রোগ, ৫২ জন আক্রান্ত

পীর সাহেব চরমোনাই দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এক এবং নেক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীনরা মানুষের স্বাধীন ভোটাধিকার হরণের পাশাপাশি জনগণের বাকস্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। একটি সভ্য ও স্বাধীন জাতি হিসেবে কিছুতেই তা মেনে নেয়া যায় না। এমতাবস্থায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে আসতে হবে। তিনি বলেন, স্বাধীন ভোটাধিকারসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জনগণের ক্ষোভের নিরসন না করে নির্বাচন কমিশন নতুন করে উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করে দেশে নতুন সঙ্কট সৃষ্টি করছে।

আরও পড়ুন- ভোলায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সোনার মানুষ প্রয়োজন। এজন্য ভাল নেতা, ভালী নীতি ও ভাল দলের প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ভাল দল, এর আমীর একজন ভাল মানুষ এবং এ দলের নীতি সবচেয়ে ভাল নীতি অর্থ্যাৎ কুরআন-সুন্নাহই হলো এর নীতি। এখন প্রয়োজন সকলের অংশগ্রহণে একটি উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার। তিনি সকলকে ইসলামী শাসন প্রতিষ্ঠায় এক হওয়ার আহ্বান জানান।

 

মন্তব্য করুন