মাদরাসা বন্ধে নাস্তিক্যবাদী ষড়যন্ত্র রুখে দিতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

মাদরাসাগুলো বন্ধের সুপারিশ করে নাস্তিক্যবাদী গোষ্ঠী দেশকে স্পেনের করুণ পরিণতির দিকে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

আজ ১৭ এপ্রিল এক বিবৃতিতে তিনি বলেন, কতিপয় নাস্তিক্য গোষ্ঠী বিভিন্ন টকশো এবং ভার্চুয়াল আলোচনায় কওমী মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার করে কুরআন হাদীসের এ মারকাজগুলোকে বন্ধ করতে মরিয়া হয়ে উঠছে।

তিনি বলেন, কওমী মাদরাসাসহ মাদরাসাগুলো আছে বলেই দ্বীন ও ইসলাম আপন মহিমায় মাথা উঁচু করে দাড়িয়ে আছে। তিনি নাস্তিক্যবাদীর আস্ফালন বন্ধে সরকারকে কার্যকরি ভুমিকা পালনের দাবি জানান।

তিনি আরও বলেন, ইসলামবিদ্বেষী শক্তির ক্রীড়নকদের পরামর্শে পা দিয়ে কওমী মাদরাসার বিরুদ্ধে যে কোন উদ্যোগ সরকারের জন্য সুখকর হবে না বলেও তিনি মন্তব্য করেন।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে যে কোন চক্রান্ত মজবুত হাতে প্রতিহত করার জন্য দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন